১২ কার্তিক, ১৪৩২
২৮ অক্টোবর, ২০২৫

বাঘার চরে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত, গুলিবিদ্ধ ৩

Admin Published: October 27, 2025, 6:21 pm
বাঘার চরে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত, গুলিবিদ্ধ ৩

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহতের নাম আমান মন্ডল। গুলিবিদ্ধ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনতাজ মন্ডল, নাজমুল মন্ডল ও রাকিম মন্ডল।সোমবার দুপুরে উপজেলার খানপুর পদ্মার চরে এই ঘটনা ঘটে।স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার খানপুর চরাঞ্চলে বন্যা পরবর্তী সময় প্রায় দুই বিঘা জমি নিয়ে সীমান্ত সংলগ্ন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাকন বাহিনীর সাথে বাঘা উপজেলার খানপুর চারাঞ্চলের মোনতাজ মন্ডল  গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সোমবার সকালে মনতাজ মন্ডলসহ তিনজন ওই জমিতে খড় কাটতে গেলে কুষ্টিয়ার কাকন বাহিনীর প্রায় ১০-১৫ জনের একটি সংঘ্যবদ্ধ দল এসে মনতাজ মন্ডলসহ তার লোকজনের দিকে গুলি ছুড়ে। এ ঘটনায় স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মন্ডল জানান,  যারা গুলিবিদ্ধ হয়েছেন, তাদের একেক জনের গায়ে একাধিক গুলি চিহ্ন রয়েছে। তবে আমান মন্ডল (৪০) অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে হাসপাতালে আনার পর মারা যান। প্রাথমিক চিকিৎসার পর অন্যদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান জানান , খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।