১২ কার্তিক, ১৪৩২
২৮ অক্টোবর, ২০২৫

কাকনহাটে অনুষ্ঠিত হলো রক্ষাগোলা গ্রামসমাজের ১১তম কংগ্রেস

Admin Published: October 27, 2025, 5:44 pm
কাকনহাটে অনুষ্ঠিত হলো রক্ষাগোলা গ্রামসমাজের ১১তম কংগ্রেস

স্টাফ রিপোর্টার : ‘অধিকার আদায়ের জন্য চাই সকল জনজাতির বৃহত্তর ঐক্য’ শ্লোগানে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে গঠিত রক্ষাগোলা গ্রাম সমাজসমুহের ১১তম কংগ্রেস। সোমবার রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও’র সহায়তায় গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ৪ শতাধিক নেতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

সকালে জাকমকপূর্ণ আয়োজনে অতিথি বরণ, বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে জাতীয় সঙ্গীতসহ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। কংগ্রেস উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। 

সংগ্রেসে প্রধান অতিথি ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মো. আব্দুস সালাম ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল স্বপন। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সিসিবিভিওর নির্বাহী সদস্য মারজানা সাবিহা, কাকনহাট পৌরসভার হিসাবরক্ষক আনিসুজ্জামান।

দ্বিতীয় পর্বে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্য সচিব ও সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার ও  সহকারী প্রকল্প সমন্বয়কারী শাহাবুদ্দিনের সঞ্চালনায় সংগঠনসমূহের নীতিমালা উপস্থাপন, পর্যালোচনা ও সংশোধন করা হয়। 

কংগ্রেস সভায় সিসিবিভিও’র পক্ষে উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, কর্মসুচি কর্মকর্তা যোসেফ হাঁসদা ও পৌল টুডু উপস্থিতি ছিলেন।