স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত মাদক বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাতে র্যাব রাজশাহীর একটি অভিযানিক দল পবা থানাধীন কয়ড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা হলো, কোরবান আলী (৪০) ও মোকছেদ (৫৫)। তারা দুজনই পবা উপজেলার বাসিন্দা।
অভিযানে ওষুধের বাক্সে লুকানো কার্টুন তল্লাশি করে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে অধিক মুনাফার আশায় প্রাণঘাতী অ্যালকোহল রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
র্যাব জানায়, এ ধরনের অ্যালকোহলযুক্ত মাদক সেবনের কারণে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।