১২ কার্তিক, ১৪৩২
২৮ অক্টোবর, ২০২৫

বাঘায় ইসলামী ছাত্র শিবিরের কোরআন বিতরণ

Admin Published: October 27, 2025, 11:56 pm
বাঘায় ইসলামী ছাত্র শিবিরের কোরআন বিতরণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাঘা উপজেলা উত্তর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী সরকারি মনমোহিনী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে ইসলামী জ্ঞান চর্চা বৃদ্ধি ও কুরআনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।


​সোমবার (২৭ অক্টোবর) আড়ানী সরকারি মনমোহিনী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সভাপতি মোঃ রুবেল আলী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পূর্বের দপ্তর সম্পাদক মোঃ মমিন সরকার।


​অনুষ্ঠানে বক্তারা পবিত্র কুরআনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথি মোঃ রুবেল আলী বলেন, "পবিত্র কুরআন কেবল তিলাওয়াতের জন্য নয়; বরং এর অর্থ বুঝে জীবনে বাস্তবায়ন করতে হবে।" তিনি শিক্ষার্থীদের কুরআনের বাণী নিয়মিত পাঠ, অনুধাবন এবং দৈনন্দিন জীবনে এর সঠিক প্রয়োগের মাধ্যমে একটি কল্যাণকর সমাজ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঘা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল জব্বার।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘা উপজেলা উত্তর সাংগঠনিক শাখার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম।

​ছাত্রশিবির নেতৃবৃন্দ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন যে এই ধরনের শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তারা শিক্ষার্থীদের আত্মিক ও নৈতিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে যাবেন।