১৩ কার্তিক, ১৪৩২
২৯ অক্টোবর, ২০২৫

পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজশাহীতে জামায়াতের সমাবেশ

Admin Published: October 28, 2025, 6:38 pm
পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজশাহীতে জামায়াতের সমাবেশ

স্টাফ রিপোর্টার : ‘২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচার দাবিতে’ রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার  বিকেলে নগরের গণকপাড়া মোড়ে এ বিক্ষোভ সমাবেশ করে মহানগর জামায়াত।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও মহনাগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত দিনগুলোর মধ্যে অন্যতম হলো ২০০৬ সালের ২৮ অক্টোবর। সেদিন রাজধানীর পল্টনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর পৈশাচিক হামলা চালিয়ে লগি-বৈঠা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছয় নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে।’ সমাবেশ থেকে পৈশাচিক হামলা ও হত্যাকান্ডের বিচার দাবি করেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন- নায়েবে আমির অ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিম, নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার প্রমুখ। সমাবেশ শেষে ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ড নিয়ে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।#