স্টাফ রিপোর্টার : নওগাঁর আলমগীর হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবীকারী মূলহোতা শাহাজানকে (৬৫) সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে অপহৃত ব্যবসায়ীকেও উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সাভারের নতুনপাড়া এলাকায় অভিযান অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাজাহান ভোলার লালমোহন থানার চরকচুপিয়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। মঙ্গলবার রাজশাহী র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ব্যবসায়ী আলমগীর হোসেন গত ১৯ অক্টোবর ঢাকায় তার আত্মীয়ের বাসায় যাওয়ার পথে নিখোজ হন। তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ওইদিন বিকেলে আলমগীরের মোবাইল থেকে পরিবারের কাছে ফোন দিয়ে একজন জানায় ‘আলমগীর ভালো আছে’। তিনি সাভারের হেমায়েতপুর তাদের হেফাজতে আছে বলে ফোন বন্ধ করা হয়। ওইদিন রাত ৯ টার দিকে আবারো একই নম্বর থেকে ফোন দিয়ে বলা হয় আলমগীরকে অপহরণ করা হয়েছে। জীবিত ফেরত চাইলে ৭০ লাখ টাকার মুক্তিপণ দিতে হবে। নাহলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে একাধিকভার ফোন দিয়ে নানা রকম অংকের টাকায় সমঝোতায় আশ্বাস দেওয়া হয়।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় ভিকটিমের ছেলে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে র্যাবের আভিযানিক দল গতরাত দেড়টার দিকে অপহরণকারী মূলহোতা শাহাজানকে গ্রেফতার ও ব্যবসায়ী আলমগীরকে উদ্ধার করা হয়। আসামিকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।