স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বসুয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ ও তার মাকে পিটিয়ে স্বর্ণের চেইন লুটের অভিযোগ উঠেছে। আহত গৃহবধূ মোসা. লিমা (২২) বাদী হয়ে এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
এজাহারে বাদী লিমা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নজু (৬৫) ও তার সহযোগীদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নজু, জিয়াউর রহমান ওরফে জিয়া (সাবেক মেম্বার), মিজান, শফিক, জামিল, নাসির, আলমসহ আরও ৫-৬ জন দলবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এসময় অকথ্য গালিগালাজ করে এবং লিমার মাথায় ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে তার মা মুসলিমা খাতুন (৪০) এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারা হয়। অভিযোগে বলা হয়, নাসির নামের একজন ইট দিয়ে মুসলিমা খাতুনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এক পর্যায়ে মা ও মেয়ে দুজনেই জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় হামলাকারীরা লিমার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
পরে লিমার স্বামী জুয়েল রানা গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নগরীর রাজপাড়া থানার ওসি বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।