১৩ কার্তিক, ১৪৩২
২৮ অক্টোবর, ২০২৫

মিনিসো গ্লোবাল কনফারেন্সে অ্যাওয়ার্ড পেল ‌বাংলাদেশ

Admin Published: January 25, 2024, 5:57 pm
মিনিসো গ্লোবাল কনফারেন্সে অ্যাওয়ার্ড পেল ‌বাংলাদেশ

চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত মিনিসো গ্লোবাল কনফারেন্সের ১০ম আসরে ২০২৩ সালের পারফরম্যান্সের জন্য অ্যাওয়ার্ড অর্জন করেছে ‌মিনিসো বাংলাদেশ।  এই আন্তর্জাতিক ইভেন্টে শতাধিক দেশ থেকে ৩ হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

মিনিসো বাংলাদেশের পাশাপাশি মেক্সিকো, ইন্দোনেশিয়া, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলিও অ্যাওয়ার্ড অর্জন করেছে।

মিনিসো বাংলাদেশের প্রতিনিধিদের হাতে মিনিসো গ্লোবাল কনফারেন্স কর্তৃপক্ষ এই অ্যাওয়ার্ড তুলে দেয়।  মিনিসো বাংলাদেশের পক্ষে এই ইভেন্টে উপস্থিত ছিলেন তিন পরিচালক শাহ্ আদিব চৌধুরী, শাহ্ রাইদ চৌধুরী ও চৌধুরী আসিফুজ্জামান।

এবারের মিনিসো সম্মেলনে নতুন প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মার্কেটিংয়ের যে গুরুত্ব তা তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে মিনিসো বাংলাদেশ পরিচালিত কর্মতৎপরতার প্রশংসা করা হয়। 

প্রসঙ্গত, ২০১৩ সালে মিনিসো চীন ও জাপানের টোকিওতে যাত্রা শুরু কর। এর মালিক চীনা উদ্যোক্তা গুওফু ইয়ে। রপ্তানিমুখী পোশাক খাতের অন্যতম র্শীষস্থানীয় শিল্পগোষ্ঠী ইভিন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিনিসো বাংলাদশে লিমিটেড মিনিসোর অনুমোদিত কান্ট্রি ফ্র্যাঞ্চাইজি।